কলেজের সংক্ষিপ্ত ইতিহাস-
নারীশিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯৯৮ খ্রিস্টাব্দে জনাব মোঃ আব্দুল মুমিন মন্ডল একটি মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করেন। তাঁর সৎ ইচ্ছায় বর্তমান কলেজটি জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজ নামে দৃশ্যমান। কলেজটির ০.৭৬ শতাংশ জমি নাম মাত্র মূল্য নিয়ে দান করেন জনাব মোঃ আবুল কালাম আজাদ ও তাঁর সহধর্মিনী জনাবা তাপসী রাবেয়া। পরবর্তীতে আরো ০.১৬.৫ শতাংশ জমি ক্রয় করে মোট জমি দ্বারায় ০.৯২.৫ শতাংশে। প্রথমে জয়পুরহাট মহিলা মহাবিদ্যালয় হিসেবে পরিচিতি লাভ করলেও বর্তমানে জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজ হিসেবে সর্বসাধারণের কাছে সুপরিচিত।
কলেজটিতে একাদশ, দ্বাদশ, ডিগ্রী পাসকোর্স সহ ৩টি বিষয়ে অনার্স (ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ও ব্যবস্থাপনা) ও কারিগরি শাখা (৫টি ট্রেড) চলমান অবস্থায় আছে। মনোরম পরিবেশে সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান অব্যাহত রয়েছে। আর অল্পদিনের মধ্যেই জয়পুরহাট জেলার মানুষের কাছে একটি মডেল ও সুনামধন্য কলেজ হিসেবে পরিচয় ঘটবে ইন-শা আল্লাহ।